উন্নয়নের হাওয়া লেগেছে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের পরিবারেও

- আপডেট সময় : ০৬:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
গত একযুগ ধরে সরকারের উন্নয়নের পালা বদলের হাওয়া লেগেছে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের পরিবারেও। জীবন যাত্রার মান বাড়ার সাথে সাথে তারাও হতে চলেছে স্বপ্নবাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা দূরদর্শী পরিকল্পনা ও উদ্যোগের কারণে বদলে যাচ্ছে সুবিধা বঞ্চিত সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের ভাগ্য। দিন বদলের জয়গানে তারাও এখন পিছিয়ে নেই।
গত একযুগে দেশের উন্নয়নের পাশাপাশি সুবিধা বঞ্চিত সমতল ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের জীবন যাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেয়া হয়েছে নানা পরিকল্পনা।
ইতিমধ্যে এর ছাপ পড়েছে হবিগঞ্জের বাহুবল উপজলার সমতল ক্ষুদ্র নৃ গোষ্ঠিদের জীবনযাপনে।
বিশ বছর আগেও যে গোষ্ঠিটা ছিল অবহেলিত তারা আজ স্বনির্ভর বলে জানান প্রশাসনের এই কর্মকর্তারা।
পিছিয়ে নেয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাসিয়া পল্লীর সমতল ক্ষুদ্র নৃ গোষ্ঠীরাও।
তাদের জীবন যাত্রার মান উন্নয়নে আরো পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া।