উন্নয়নের যে স্রোতধারায় সামিল হয়েছে তা যেন আর কখনো থেমে না যায় প্রধানমন্ত্রীর আহ্বান

- আপডেট সময় : ০২:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ উন্নয়নের যে স্রোতধারায় সামিল হয়েছে তা যেন আর কখনো থেমে না যায়, সেদিকে লক্ষ্য রেখে সশস্ত্রবাহিনীকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রনীতি অনুযায়ি সকলের সাথে বন্ধুত্ব বজায় থাকবে, তবে কোন আঘাত আসলে চুপ থাকবে না বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর ডিএসসিএসসি গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মর্যাদাপুর্ণ অবস্থান থেকে বাংলাদেশকে আর অবহেলা করার সুযোগ নেই বলেও জানান তিনি।
সশস্ত্র বাহিনীর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ-ডিএসসিএসসি ২০২১-২২ এর গ্রাজুয়েশন সনদ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশণামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে যুগোপযোগি ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয়েছে। জাতিসংঘ সহ বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে বাহিনী।
পররাষ্ট্রনীতি অনুসরণ করে বন্ধুত্ব বজায় রাখার পাশাপাশি যে কোনো আঘাত মোকাবিলায় প্রস্তুত থাকারও আহবান জানান তিনি। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার করে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল বাংলাদেশকে অবহেলার সুযোগ নেই বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।