উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করায় মূল্যস্ফীতি বাড়ছে: রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করায় মূল্যস্ফীতি বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি আগেই বেড়েছে কালোবাজারে টিকিট বিক্রি হওয়ায়। অনির্বাচিত সরকারের কোন জবাবদিহিতা নেই বলেই নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। রিজভী বলেন, সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, চলছে উন্নয়নের নামে লুটপাট।