উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রবাদী রাজনীতি নিয়ে আসার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রবাদী রাজনীতি নিয়ে আসার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, নির্বাচনের কোন বিকল্প নেই, নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।
জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ❝রক্তাক্ত জুলাই❞ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় দেশে এখন পর্যন্ত যা কিছু সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে হয়েছে। বলে জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে, এমন আশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, যথাসময়ে নির্বাচন না হলে ফ্যাসীবাদ ফিরে আসতে পারে।
দেশে উগ্রপন্থী রাজনীতি নিয়ে আসার জন্য চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন, মির্জা ফখরুল।