উত্তরে মেয়র পদে আতিকুল ইসলাম ও তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা
- আপডেট সময় : ০৩:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেনসহ সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মেয়র পদে দুই সিটিতেই সাতজন করে মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে শুধু ঢাকা উত্তরে জাতীয় পার্টি মনোনীত জি এম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁয়ে এনআইএলজি মিলনায়তনে এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দুই সিটির রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন। দুই সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-এই তিন পদে সব মিলিয়ে ১ হাজার ৩৯টি মনোনয়নপত্র জমা পড়ে। দুই সিটিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ২ হাজার ২৬০ জন।




















