উত্তরের জেলাগুলোয় বন্যা পরিস্থিতি ভয়াবহ
 
																
								
							
                                - আপডেট সময় : ০৬:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ২০৯৫ বার পড়া হয়েছে
কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে বন্যা দুর্গত ১৮ জেলায় ক্ষতিগ্রস্ত অন্তত ২০ লাখ মানুষ। এসব এলাকায় রয়েছে ত্রাণের চরম সংকট। তবে আগামী তিন দিনে উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। প্লাবিত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিপদসীমার উপরে থাকা ব্রহ্মপুত্র ধরলা দুধকুমারের পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার অনেক উপরে থাকায় দুর্ভোগ কমেনি বানভাষী মানুষের। দুর্গত মানুষের মাঝে সরকারীভাবে ত্রান বিতরন করা হলেও চাহিদার তুলনায় অপ্রতুল বলে বানভাসীরা অভিযোগ করেন।
টানা কয়েকদিন বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বগুড়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সাত সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রয়েছে। তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা।

 
																			 
																		
















