উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৪৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : গবেষণায় ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির শীর্ষ ২০ শিক্ষক পেলেন রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২।
শুক্রবার (১৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে উত্তরা ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ এন্ড ট্রেনিং (সিআরটি) আয়োজিত রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শীর্ষ ২০ জন শিক্ষককে ওয়েব অব সায়েন্স, স্কোপাস ইনডেক্স জার্নাল, ইউ ইউ জার্নালসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশিত হওয়ায় সম্মানসরূপ রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়।
রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এবং গবেষণা ও প্রকাশনা কমিটির উপদেষ্টা জনাব আবিদ আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২-এ কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ডিন, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, উত্তরা ইউনিভার্সিটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, সকল ডিন, চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।