উচ্ছেদ আতংকে দিন কাটছে রেলের জমিতে বসবাসকারী ২০ সহস্রাধিক ছিন্নমূল মানুষের

- আপডেট সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
উচ্ছেদ আতংকে দিন কাটছে যশোরের নওয়াপাড়ায় রেলের জমিতে বসবাসকারী ২০ সহস্রাধিক ছিন্নমূল মানুষের। তবে পুনর্বাসনের মাধ্যমেই উচ্ছেদের দাবি তাদের। অসহায় এসব মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এদিকে কর্তৃপক্ষ বলছেন, রেলের উন্নয়ন ও সম্প্রসারণের জন্যই এ উচ্ছেদ কার্যক্রম।
যশোরের অভয়নগর উপজেলার শিল্পনগরী- নওয়াপাড়ায় রেল লাইন ডাবল করার জন্য ৪ সহস্রাধিক ছিন্নমূল পরিবারের ২০ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে। কিন্তু ভূমিহীন এসব পরিবার বিকল্প জায়গার অভাবে নির্ধারিত সময়ের মধ্যে সরতে পারেনি। এ অবস্থায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করে। কিন্তু উচ্ছেদের আগে রোহিঙ্গাদের মতো পুনর্বাসনের দাবিতে আন্দোলন শুরু করে এসব বস্তিবাসী।
রেললাইনের বস্তিবাসীদের উচ্ছেদ বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিরা মধ্যস্থতা করায় আপাতত অভিযান বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। এদিকে, পুনর্বাসনের ব্যবস্থা না করে জোরপূর্বক উচ্ছেদ করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন বস্তির নেতারা। তবে রেল কর্তৃপক্ষ বলছেন, রেললাইন সম্প্রসারণের জন্য অবৈধ দখলদারদের সরকারই উচ্ছেদের নির্দেশ দিয়েছে। তাই শিগগিরই দ্বিতীয় দফা অভিযান শুরু করা হবে। মানবিক দিক বিবেচনা করে উচ্ছেদের আগে দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাসকারী এসব ছিন্নমূল পরিবারের পুনর্বাসনে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে নওয়াপাড়ার সর্বস্তরের মানুষ।