উগ্রবাদ বা জঙ্গিবাদ দমনে গণমাধ্যমকে সতর্কভাবে সংবাদ পরিবেশনের আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
উগ্রবাদ বা জঙ্গিবাদ দমনে গণমাধ্যমকে সতর্কভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
সকালে, জাতীয় প্রেসক্লাবে ’উগ্রবাদ দমনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান। মনিরুল ইসলাম বলেন, গ্লোবাল টেররিজম ইনডেক্সে ঝুঁকিতে ৬ ধাপ কমে ৩১তম স্থানে রয়েছে বাংলাদেশ। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদকে দেশের জনগন পছন্দ করে না। একারণে গণমাধ্যমে জঙ্গীদের ভিলেন হিসেবে তুলে ধরার আহ্বান জানান মনিরুল ইসলাম। উগ্রবাদ মোকাবিলার পাশাপাশি জঙ্গ বিরোধী অভিযানের লাইভ টেলিকাস্টের সময় বিশেষ নীতিমালা অনুসরণ করা দরকার বলেও দাবি করেন তিনি।
















