উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তুপে গড়ে তোলা হচ্ছে নতুন বসতি

- আপডেট সময় : ০৫:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তুপে গড়ে তোলা হচ্ছে নতুন বসতি। এ ঘটনায় পাঁচ সদস্যের ‘তদন্ত কমিটি’ গঠন করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়। আগামী ৪/৫ দিনের মধ্যেই গৃহহারা রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র থেকে নতুন ঘরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
কক্সবাজার উখিয়ার শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের পরের দৃশ্য এটি। দিনের আলো ফুটতেই দৃশ্যমান হয় আগুনের ভয়াবহতার চিহ্ন। রোহিঙ্গারা জানিয়েছেন, তাদের সহায়-সম্বলসহ সবকিছু পুড়ে যাওয়ায় এখন নিদারুন কষ্টে দিন কাটছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের ৪শ’৬৯ টি বসত ঘর পুড়ে গেছে। এর মধ্যে রোহিঙ্গাদের ৪৫৯টি ও স্থানীয়দের ১০টি। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকারও বেশি। তাদেরকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
দ্রুত গৃহহারা রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র থেকে নতুন ঘরে স্থানান্তর করা হবে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের করোনা হাসপাতালে আগুন লাগে। এতে আইসোলেশন সেন্টারের ১৬ কেবিন পুড়ে যায়। গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যান ১৫ জন রোহিঙ্গা। তখন প্রায় ১০ হাজার ঘর পুড়ে যায়। এবার প্রায় ৫’শ ঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে।