ঈশ্বরদীর প্রত্যান্ত গ্রামে গড়ে উঠেছে প্রতিবন্ধী বিদ্যালয়

- আপডেট সময় : ০৭:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
অটিস্টিক ও চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি ভালবাসা থেকেই পাবনার ঈশ্বরদীর প্রত্যান্ত গ্রামে গড়ে উঠেছে প্রতিবন্ধী বিদ্যালয়। আগে যারা পারতো না লিখতে, চিনতো না বাংলা- ইংরেজি বর্ণমালা। তারাই এখন লিখতে পারে, চেনে বর্ণমালা। তবে অর্থাভাবে স্কুলটি চালাতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটির সাথে জড়িতরা।
২০১৩ সালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় ২০ শতাংশ জমি দান করেন ফজলুল হক।এ জমির উপর অটিস্টিক ও চাহিদা সম্পন্ন শিশুদের জন্য গড়ে তোলা হয় জমি দাতার ভাই মুক্তিযোদ্ধা নূরুল হক স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১২৩ জন। আগে যারা, চিনতো না বাংলা- ইংরেজি বর্ণমালা। তারাই এখন বিদ্যালয়ে এসে কিছু শিখে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
নিজের ভাল লাগা থেকেই প্রতিষ্ঠানটিতে স্বেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছেন- অর্নাস ও মাস্টার্স শেষ করা শিক্ষার্থী জলি, শারমিন খাতুন,শিল্পী খাতুন, সোহেল রানার মত অনেকেই। অটিস্টিক ও চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয়টিকে আরো এগিয়ে নিতে সরকারের সহযোগিতা চাইলেন প্রতিষ্ঠাতা ফজলুর হক।বাক ও বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষায় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।