ঈদ যতই ঘনিয়ে আসছে ততই সারাদেশের মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভীড়

- আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঈদ যতই ঘনিয়ে আসছে ততই সারাদেশের মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভীড়। করোনার মধ্যে ঝুঁকি নিয়েই সপরিবারে সব ধরনের কেনাকাটা করছেন তারা। রাজধানী ঢাকাতেও বাহারি পোশাকের বিক্রি বেড়েছে বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে। ব্র্যান্ডেড পোশাকের দোকানগুলোতেও বেড়েছে ভীড়ভাট্টা। শিশু ও মেয়েদের পোশাকের দোকানেই ক্রেতা সমাগম বেশি। তবে বিক্রেতাদের দাবি- মার্কেটগুলোতে উপস্থিতির তুলনায় বেচাকেনা কম।
রাজধানীর নিউ মার্কেট এলাকা। ভিড়ের কারণে এখানে হাঁটতে গিয়ে প্রত্যেকেই যেন হাঁপিয়ে উঠছেন । তবে থেমে নেই কেউই, সবাই ছুটছেন পছন্দের পোশাকের সন্ধানে।
মার্কেটগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড়। ফলে ক্রেতাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলারও সুযোগ নেই বিক্রেতার। এর মধ্যেই পছন্দের কাপড় কিনছেন অনেকেই।
করোনার এ অর্থ সংকটে নিজেদের জন্য নয় বরং পরিবারের ছোট সদস্যদের জন্যই কেনাকাটা করতে এসেছেন কেউকেউ।
প্রতি রমজানে সাধারণত এ সময় থেকেই ঈদের কেনাকাটা পুরোদমে শুরু হয়। এখন থেকে দিন যত যাবে, ভিড় ততই বাড়বে।আর বিক্রি বাড়লে লকডাউনে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে পারবে বিক্রেতারা।
অপরদিকে, নিউ মার্কেট ফুটপাতে চলছে হরদম বেচাকেনা। তবে সকলেই যেন ভুলে গেছে করোনা সতর্কতা।