ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনেও রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
কোরবানি ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনেও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ছিল উপচে পড়া ভিড়।
সকাল ৮ টায় কাউন্টার থেকে টিকিট বিতরণ শুরু হলেও রাতেই স্টেশনে এসে ভিড় করেন অনেকে।
এ দিন দেয়া হয়েছে ৭ জুলাইয়ের টিকিট।
১০টি আন্তঃনগর ট্রেনের অর্ধেক টিকিট কাউন্টারে আর বাকিটা অনলাইনে বিক্রি করা হয়। চাঁদপুর রুটের দুটি ট্রেনে ৭ জুলাইয়ের শতভাগ টিকিট বিক্রি করা হয়েছে কাউন্টারে। সকাল ৮ টায় বিক্রি শুরুর এক ঘন্টার মধ্যেই চাঁদপুরের ঈদ স্পেশাল ট্রেন ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের টিকিট শেষ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদে বাড়তি যাত্রীর চাপ সামলাতে প্রতিটি ট্রনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। টিকিট কালোবাজারি রোধে স্টেশন এলাকায় আইন আইনশৃংখলা বাহিনীর তৎপরতা এবং সিসিটিভিতে নজরদারি বাড়ানো হয়েছে।