ঈদ আনন্দকে আরেকটু রাঙিয়ে দিতে প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো
- আপডেট সময় : ০৩:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনার দু’বছর পর প্রথম ঈদ আনন্দকে আরেকটু রাঙিয়ে দিতে প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো। রং-চং মারার পাশাপাশি পার্কের রাইডগুলো মেরামত করে দর্শনার্থীদের চাহিদা মেটানোর কাজ চলছে জোরে শোরে। দীর্ঘদিন পর বিনোদন কেন্দ্র আবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে। এজন্য খুশি দর্নার্থীরা। আর কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদে সরকারি ছুটি বেশি থাকায় অন্য বারের চেয়ে বেশী দর্শনার্থীর সমাবেশ ঘটবে।
চট্টগ্রামের প্রধান বিনোদন কেন্দ্র ফয়’স লেকের চিত্র এটি। স্থাপনার বিভিন্ন অংশে রং-চং করার পাশাপাশি রাইডগুলোর যান্ত্রীক পরীক্ষা করে নিচ্ছেন সংশ্লিষ্টরা। ঈদ উপলক্ষে এক সপ্তাহে অন্তত ৫০ হাজার দর্শনার্থীর চাপ সামলানোর প্রস্তুতি আছে তাদের।
পাহাড়ি লেকের প্রাকৃতিক সৌন্দর্য মাড়িয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করতে নতুন রুপে সেজেছে সী-ওয়ার্ল্ড। করোনায় দু’বছর বন্ধ থাকার পর সবচেয়ে বড় এই উৎসবকে বরণ করে নিতে প্রস্তুতির কমতি নেই।
ঈদ আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে মুখিয়ে আছে চট্টগ্রাম চিড়িয়াখানার হাজারো পশু-পাখি। করোনার দু বছরে অন্তত ৪টি বাঘ, ১০/১৫ টি হরিণ, ১৮টি কুমির, ময়ুর, সাপসহ অনেক পশুপাখির জন্ম হয়েছে; যাদের দেখে মুগ্ধ হবে দর্শনার্থীরা।
নতুন জন্ম নেয়া পশুপাখি দর্শনার্থীদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঈদের চাপ সামলানোর বাড়তি প্রস্তুতি নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এছাড়া পতেঙ্গা সমুদ্রু সৈকত, আগ্রাবাদ ও কাজিরদেউরি শিশুপার্ক, ডিসিহিল, সিআরবি সিরিষতলা, বাশবাড়িয়া ও পারকি সমুদ্রুসৈকতসহ নগরীর প্রাকৃতিক বিনোদনকেন্দ্রগুলোও দর্শনার্থীদের চাহিদা মেটাতে নতুন করে সাজানো হচ্ছে।










