ঈদে সারাদেশে সাড়ে ৪ হাজার পশুর হাট : জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৪ হাজার ৪০৭টি গবাদি পশুর হাট বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাটে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না বলেও জানিয়েছেন তিনি। বলেন, গরুর হাট, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি ও ঈদ জামাতের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সচিবালয়ে এক সভা শেষে এসব কথা জানান তিনি।
ঈদুল আযহায় রাজধানীতে ৬ জুলাই থেকে বসছে পশুর হাট। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২টিসহ সারাদেশে বসবে ৪ হাজার ৪০৭টি হাট ।
এমন বাস্তবতায় সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা এবং শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভাপত্বি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাসড়ক ও সড়কে পশুর হাট বসানোর অনুমতি দেয়া হচ্ছে না।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এ বছর ঘরমুখো মানুষের নিরাপত্তায় বাস, লঞ্চ, ট্রেন ও ফেরিঘাট ছাড়াও পদ্মা সেতুর দুই পাড়ে গোয়েন্দা নজরদারি থাকবে।
এসময় কুরবানীর কাঁচা চামড়া যাতে বিদেশে পাচার রোধে নজরদারি থাকবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।