ঈদের টানা ছুটিতে কক্সবাজারে রেকর্ডসংখ্যক ৭ লাখ পর্যটকের সমাগম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ঈদের টানা ছুটিতে কক্সবাজারে রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগমে প্রত্যাশার চেয়ে বেশি ব্যবসা হয়েছে এ খাতে।
ছুটিতে মানুষের আনাগোনায় চিরচেনা রূপ ফিরে পায় বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। ঈদের ছুটিতে কক্সবাজার ভ্রমণ করেছেন ৭ লাখের বেশি পর্যটক। সৈকতে ঘুরেছেন, ওয়াটার ও বিচ বাইকে চড়েছেন, ঘোড়ায় কাটিয়েছেন মজার মুহূর্ত। ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন স্মৃতি। পাশাপাশি কেনাকাটা করেছেন সৈকত পাড়ের বার্মিজ পণ্য, আচার, শুটকি ও শামুক-ঝিনুকের দোকানে। ব্যবসায়ীরা জানায়, আশানুরূপ ব্যবসা হয়েছে তাদের। ৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ ছিল পর্যটকে পরিপূর্ণ। করোনা মহামারিতে গত দু’বছর অনেকটা ঘরবন্দি ছিল মানুষ।