ঈদের জামাতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
সারা দেশে বেশ কয়েকদিন ধরে টানা দাবদাহ চলছে। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টিশূন্যতা। এতে গরমে অতিষ্ঠ মানুষ। তাই পরিবেশ শীতল ও রোদের উত্তাপ থেকে স্বস্তি পেতে ঈদের জামাতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয়।
ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ইমাম বিশেষ খুতবা দেন। প্রথম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান মোনাজাতে বলেন, তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গরম থেকে রক্ষা পেতে তিনি বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
এ সময় দেশের ওপর রহমতসহ মুসলিম উম্মার মুক্তি কামনা করেও দোয়া করা হয়। মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়।