ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ
- আপডেট সময় : ০৯:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। এতে,রাস্তায় যেমন বেড়েছে গণপরিবহন, তেমনি বেড়েছে মানুষের যাতায়াত। নগরীর প্রধান সড়কগুলোতে গাড়ির চাপ বাড়ায়, সিগনালে আবার দেখা মিলছে যানজটের।
ঈদের ছুটি শেষে রাজধানী প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কের এমন চিত্র। যতোদূর চোখ যায়, ঠাঁয় দাঁড়িয়ে যানবাহন। নগরীতে গনপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও সিএনজি ও রিক্সার উপস্থিতি চোখে পড়ার মতো।
গনপরিবহনের সঙ্গে মানুষের যাতায়াত বাড়ায়, রাজধানী নতুনবাজার, নর্দ্দা, প্রগতি সরনি এলাকায় প্রতিটি সিগনালে দেখা মিলছে যানজটের। ঈদের আমেজ শেষ হওয়ায় আবারও পুরনো চেহারায় ফিরছে রাজধানীর ঢাকা। ঈদের ক’দিন যানজটমুক্ত থাকার পর এখনও অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে পেরে খুশি নগরবাসী।
আগামী সপ্তায় নগরী পুরোদমে ফিরে পাবে আগের চেহারা; দেখা মিলবে তীব্র যানজটের। ঈদের ছুটির পর আগামী সপ্তায় স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান খুললে লোকে লোকারণ্য হবে তিলোত্তমা নগরী।

























