ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল
- আপডেট সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে রাজধানী ফিরছে চিরচেনা রুপে। আবার সেই কোলাহল; নগরজুড়ে যানজটের ঘনঘটা। প্রধান সড়কে গাড়ির চাপ থাকলেও সাপ্তাহিক ছুটির হওয়ায় অফিস পাড়ায় যানবাহনের চাপ ছিল কম। কাল থেকে রাজধানী পুরোদমে আগের চেহারা ফিরে পাবে মনে করছে সংশ্লিষ্টরা।
ঈদের সাধারণ ছুটির পর ঐচ্ছিক ছুটিও শেষ। শনিবার পুরোদমে খুলেছে বেসরকারি অফিসসহ শিল্প কারখানা। একারণে রাজধানীতে ফিরেছে কর্মচাঞ্চল্য।একইসাথে পাল্লা বেড়েছে যান চলাচল। দেখা দিয়েছে চিরচেনা যানজট।
যত দূর চোখ যায়, ঠাঁয় দাঁড়িয়ে শত শত যানবাহন। এমন দৃশ্য গুলিস্তানের পাশাপাশি নগরীর প্রতিটি প্রধান সড়কে।
তবে মতিঝিল ব্যাংক পাড়ায় যানজট তেমন চোখে না পড়লেও, অন্যান্য সড়কে ছিল যানবাহনের ব্যাপক চাপ। ভাপসা গরমে, যানজটে নাকাল নগরবাসী।
নগরীর প্রতিটি সিগনালে যানবাহনের দীর্ঘ সারি। সিগনাল পার হতে ১৫ মিনিট কিংবা তারও বেশি সময় লাগছে। ঈদের ছুটি শেষে নগরবাসী ফিরে আসায় যানজট বেড়েছে।
ঈদের ছুটিতে অলস সময় কাটালেও যানজট ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে এখন ভীষণ ব্যস্ত ট্রাফিক পুলিশ।
রোববার সরকারি বেসরকারি সব অফিস আদালতের পাশাপাশি শিল্প কারখানা খুলবে–তখন পুরোপুরি আগের চেহারায় ফিরে যাবে রাজধানী ঢাকা–এমনটা মনে করেন সংশ্লিষ্টরা।




















