ঈদের ছুটি কাটাতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ

- আপডেট সময় : ০৮:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঈদের ছুটি কাটাতে আগে ভাগেই রাজধানী ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। সকাল থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাটে দক্ষিণাঞ্চলের ২৩ জেলার যাত্রীদের ভিড় বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল ও অটোরিক্সায় ঘাট এলাকায় পৌঁছেছেন। এদিকে, অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম নৌরুট মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাট। দক্ষিণাঞ্চলের জেলার মানুষ ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই নৌরুটটিই ব্যবহার করে। করোনার সংক্রমণ ঠেকাতে এ রুটে গত ২৪মার্চ থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকেই ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে ঘাট এলাকায়। কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, যাত্রীর চাপ বেশি থাকায় ১৪টি ফেরি চলাচল করছে।
আপস……
করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে এবং অতিরিক্ত ব্যক্তিগত ও পণ্যবাহী ট্রাকের চাপে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা ১২ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে ফেরি বন্ধ করে দেয়া হয়েছে। তবে, দুপুর পর্যন্ত পাটুরিয়া ফেরি ঘাটে তিন শতাধিক জরুরি পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। প্রায় শতাধিক প্রাইভেট কার ঢাকার দিকে ফেরত পাঠানো হয়েছে।