ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রে প্রাণের স্পন্দন
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে রাজধনীর বিনোদন কেন্দ্রে লেগেছে প্রাণের স্পন্দন।
ঈদের দ্বিতীয় দিনে চলছে উৎসবের রেশ। হাতিরঝিলে ঈদ আনন্দের ভীড় চোখে পড়ার মতো। নানা বয়সী দর্শনাথীদের পদচারণায় মুখর পুরো এলাকা।
ঈদের দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে যেনো লেগেছে প্রাণের স্পন্দন। যানজটের দু:সহ নগরী এখন ফাঁকা। ফুসরতে ঘুরতে বেরিয়েছেন নগরবাসী।
হুড়োহুড়ি, যানজট ও নগরীর ব্যস্ততা সব ছাপিয়ে নিশ্চুপ ঢাকায় পাঁয়ে হেঁটে তার অনুভূতি নিয়েছেন ঈদে রাজধানীতে থাকা নগরবাসী। হাতিরঝিলের মনোরম পরিবেশে মুগ্ধ নগরবাসী।
ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়িতে গেছেন রাজধানীর অধিকাংশ বাসিন্দা। মুক্ত বাতাস আর উন্মুক্ত স্থান হাতিরঝিলের সৌন্দর্য্য উপভোগে এসেছেন সব বয়সীরা।
হাতিরঝিলের মতো অন্য বিনোদনকেন্দ্রেও ভিড় ছিলো চোখের পড়ার মতো।





















