ঈদের আগাম বাস টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কাউন্টারে নেই যাত্রীর চাপ
- আপডেট সময় : ০২:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কাউন্টারে নেই যাত্রীদের চাপ । ঈদ আসতে অনেক দিন বাকি থাকায়, যাত্রীদের আনাগোনা কম বলে জানান পরিবহন কর্তৃপক্ষ। আর অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এ বিষয়ে নজরদারি রয়েছে পুলিশের।
পবিত্র ঈদুল ফিতর উদযাপনে রাজধানী থেকে ঘরমুখো মানুষের বাড়ি ফেরায় শৃঙ্খলা আনতে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা কম।
দুই মে ঈদুল ফিতর হবে-এমন সম্ভাবনায় ২৮ এপ্রিল থেকে পয়লা মে ঘরমুখো যাত্রীর চাপ বেশি থাকবে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা।
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এবং কল্যাণপুর, শ্যামলী আসাদগেট, কলাবাগান এলাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে ঈদযাত্রার আগাম টিকিট।
তবে, গোল্ডেন লাইন, সাকুরা, পূর্বাসা, দেশ ট্রাভেলসসহ বেশ কিছু কাউন্টারেরআগাম টিকিট দেয়া হচ্ছে না। কেউ কেউ প্রস্তুতির কথা বললেও, অন্যদের দাবি সিদ্ধান্ত পাননি তারা।
টিকিট নিতে আসা যাত্রীরা অভিযোগ করেন, ঈদযাত্রায় আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া।
অভিযোগ অস্বীকার করেন কাউন্টার ম্যানেজাররা।
অতিরিক্ত ভাড়া আদায়ে নজরদাবি করছে পুলিশ।
এখনও ফাঁকা; তবে দু’চারদিন পরই কাউন্টারে যাত্রীর চাপ বাড়বে।










