ঈদুল ফিতর নিয়ে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে

- আপডেট সময় : ১২:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর নিয়ে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আজ চাঁদ দেখা গেলে রোববার বাংলাদেশে ঈদ হবে। তা না হলে ৩০ রোজা পুরো করে সোমবার ঈদ হবে। শাওয়ালের চাঁদ শুক্রবার দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ আগামী কাল ।
তবে সেখানে ঈদের ছুটিতে থাকবে কারফিউ, মসজিদে ঈদের নামাজও হবে না। সৌদি কর্তৃপক্ষের বরাতে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। আরবি পঞ্জিকা মেনে এক মাস রোজা পালন শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করেন বিশ্বের মুসলমানরা। এটাই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এবার ঈদ এসেছে করোনাভাইরাস মহামারীর মধ্যে। ফলে আনন্দের ঈদে মিশেছে বিষাদের ছায়া; সঙ্গে সংক্রমণ এড়াতে নানা কড়াকড়িও থাকছে। বিশ্বের অনেক দেশই এখন কমবেশি লকডাউনের মধ্যে আছে। ঈদের মধ্যে লোক সমাগমে ভাইরাসের বিস্তার যাতে বাড়তে না পারে, সেজন্য শুক্রবার বিকেল ৫টা থেকে বুধবার পর্যন্ত পুরো দেশে কারফিউ জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি গেজেট জানিয়েছে, মসজিদে ঈদের জামাতের আয়োজন না করতে ইমামদের প্রতি নির্দেশনা জারি করেছে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে রোববার ঈদ হবে।