ঈদুল আযহার জামাতের জন্য প্রস্তুত দেশের সর্ববৃহৎ ঈদগাঁ মাঠ- দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান
- আপডেট সময় : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৮১৪ বার পড়া হয়েছে
ঈদুল আযহার জামাতের জন্য প্রস্তুত দেশের সর্ববৃহৎ ঈদগাঁ মাঠ- দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান। রোববার সকাল সাড়ে আটটায় এখানে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাত। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনাজপুর ও আশপাশের জেলা থেকে ৫ লাখের বেশি মুসল্লি এই জামাতে অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।
দৃষ্টিনন্দন এই ঈদগাহ মিনারে রয়েছে ৫২টি গম্বুজ। প্রধান গম্বুজের সামনে রয়েছে মেহরাব,যেখানে ইমাম দাড়াবেন,যার উচ্চতা ৪৭ ফুট। এর পাশা-পাশি রয়েছে ৫১টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফুট দৈর্ঘের ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে।
ঈদজামাতের প্রস্তুতি দেখতে এরইমধ্যে গোরে শহীদ বড় ময়দান পরিদর্শন করেছেন হুইপ ইকবালুর রহিম ।এ সময় তিনি জানান, ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার ।
গোর-এ- শহীদ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী।





















