ঈদুল আজহায় কোরবানির চাহিদার অতিরিক্ত পশু মজুদ রয়েছে : শ ম রেজাউল করিম

- আপডেট সময় : ০৯:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ঈদুল আজহায় কোরবানির চাহিদার অতিরিক্ত পশু মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সকালে ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এ তথ্য জানান তিনি। পশু সরবরাহে মহাসড়কে চাঁদাবাজি রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার কথা বলেন তিনি। পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনার নির্দেশ দেন মন্ত্রী।
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ, অবাধ পরিবহণ নিশ্চিতে প্রাণিসম্পদ অধিদপ্তরে আন্ত:মন্ত্রণালয় সভা করে মন্ত্রী শ ম রেজাউল করিম। এতে যোগ দেন সারাদেশ থেকে আসা খামারি ও হাট ইজাড়াদাররা। সড়কে হয়রানি ও পশু সরবরাহে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন খামারিরা।
ঈদুর আযহায় দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা মিটে যাবে বলে জানান, মন্ত্রী। দেশে প্রায় ১ কোটি সোয়া একুশ লাখ গবাদি পশুর যোগান রয়েছে। বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জে গবাদি পশুর সংকট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা খামারিদের গবাদি পশু পরিবহণ, হাসিল ও হাট ইজাড়ার বিষয়ে নির্দেশনা দেন তিনি।
হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু বিক্রির নির্দেশ দেন শ. ম রেজাউল করিম।