ঈদুল আজহার আগে জঙ্গি হামলার আশঙ্কা সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে
- আপডেট সময় : ০৮:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
ঈদুল আজহার আগে জঙ্গি হামলার আশঙ্কা সামনে রেখে পুলিশ, রেবসহ আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কূটনৈতিক এলাকা ও ধর্মীয় উৎসবস্থলসহ সব জায়গায় নিরাপত্তায় কাজ করছে আইন-শৃংখলা বাহিনী। বাংলাদেশের মানুষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, এজন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনে সফল হয়েছে । জঙ্গিদের উত্থানের একটা প্রচেষ্টা ছিল, জানিয়ে তিনি বলেন, সারা দেশের অনেক জায়গায়ই জঙ্গি আবির্ভাব হয়েছিল। বাংলাদেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বানানোর জন্য, অকার্যকর দেশ বানানোর জন্য একটা প্রচেষ্টা ছিল। সেখানে নিরাপত্তা বহিনী, পুলিশ, রেব, গোয়েন্দা সংস্থা, অত্যন্ত দক্ষতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা ও অত্যন্ত প্রফেশনালি হ্যান্ডেল করেছে।
























