ঈদকে সামনে রেখে বেচা-কেনা জমে না উঠায় হতাশ বেনারসি পল্লীর ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে উপচে পড়া ভিড় হওয়ার কথা থাকলেও, ক্রেতা সমাগম নেই মিরপুরের বেনারসি পল্লীতে। আশানুরুপ বিক্রি না থাকায় অলস সময় পার করছেন দোকানীরা। দেশীয় ক্রেতাদের ভারতীয় পণ্যের প্রতি আকৃষ্ট হওয়াকেই বিক্রি কমার জন্য দায়ী করেছেন বিক্রেতারা।
রাজধানীর বড় পাইকারি ও খুচরা শাড়ির বাজারের অন্যতম- মিরপুরের বেনারসি পল্লী।
প্রসিদ্ধ এই শাড়ি পল্লীতে দোকানের সংখ্যা ১২০। এখানে বেনারসি ছাড়াও পাওয়া যায় নানা রকম জামদানি, সিল্ক,সুতি,মসলিন,জর্জেট,গাদোয়াল,লেহেঙ্গাসহ দেশি-বিদেশি বাহারি শাড়ি।
তবে, ঈদকে সামনে রেখে বেচা-কেনা জমে না উঠায় হতাশ ব্যবসায়ীরা।
বেনারসি পল্লীর বেশিরভাগ দোকানেই নেই কোন ক্রেতা। ঈদের আগে অবাধে ভারতীয় ভ্রমন ভিসা দেয়ায় এমন দুরবস্থা বলে জানান বিক্রেতারা।
ক্রেতারা জানায় সহনীয় দামেই কিনতে পারছেন ভালো মানের পছন্দের শাড়ি।
তবে, ঐতিহ্যবাহী এই শাড়ির বাজার আগামীতে জমে উঠবে বলে আশা করছে ক্রেতা-বিক্রেতারা।










