ঈদকে সামনে রেখে দেশজুড়ে ডাল, তেল, চিনি বিক্রি শুরু টিসিবি’র

- আপডেট সময় : ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
কম দামে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করেছে টিসিবি। এবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেয়া হচ্ছে এসব পন্য। রাজধানীতে ৪০ জন ডিলারের মাধ্যমে ট্রাকসেলে প্রতিদিন এক হাজার পরিবার পাচ্ছে মাথাপিছু ২ লিটার তেল,২ কেজি ডাল ও ১ কেজি চিনি। উচ্চমূল্যের বাজারে টিসিবি পন্য পেয়ে স্বস্তির কথা জানান ক্রেতারা। ৫ জুলাই পর্যন্ত সারাদেশে এক কোটি পরিবারকে টিসিবি পন্য দেওয়া হবে।
বাজারে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপন্যের দাম। এর মাঝে চলমান বন্যার কারণে, অনেক পণ্যে সৃষ্টি হয়েছে বাড়তি অস্থিরতা।
এমন বাস্তবতায় আবারো কম দামে ট্রাকসেল চালু করেছে টিসিবি। এবার বিপনন পদ্ধতিতে যুক্ত হলো ফ্যামিলি কার্ড। ৪০ জন ডিলারের মাধ্যমে রাজধানীতে প্রতিদিন এক হাজার কার্ডধারী ভোক্তাকে স্বল্প মূল্যের টিসিবির পন্য দেয়া হচ্ছে।
সয়াবিন তেল কেজি প্রতি ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় বিক্রি করছে ডিলাররা।
উর্ধ্বমূখী বাজারে স্বল্প মূল্যের এই পন্য পেয়ে স্বস্তির কথা জানান ক্রেতারা।
আগামী ৫ ই জুলাই পর্যন্ত সারাদেশে ১ কোটি কার্ডধারী পরিবারকে টিসিবির পন্য দেয়া হবে বলে জানান সংস্থার মূখপাত্র।
বন্যার কারণে সিলেট বিভাগে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বন্ধ রয়েছে। ২৬ জুন মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জে শুরু হবে টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রয় কার্যক্রম।