ই-নামজারি শতভাগ অটোমেশন ও ভূমি উন্নয়ন করের সফটওয়্যার ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নেত্রকোনায় ই-নামজারি শতভাগ অটোমেশন ও ভূমি উন্নয়ন করের সফটওয়্যার ব্যবস্থাপনার ডাটাএন্ট্রি কার্যক্রমের প্রতিবন্ধকতাসমুহ চিহ্নিতকরণ এবং উত্তরণের উপায় নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের পরিচালক মোজাফ্ফর আহমেদসহ আরো অনেকে। এছাড়া-জেলাসহ বিভিন্ন উপজেলার ভূমি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।























