ইয়াবাসহ দিনাজপুরের হিলি সীমান্তে ও বান্দরবানে একাধিক গ্রেফতার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি সীমান্তে ৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। অন্যদিকে, বান্দরবানে ২ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
দিনাজপুরে বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া জানান, বিজিবি’র একটি টহলদল ওই এলাকা থেকে আব্দুল হাকিমকে আটক করেন। পরে তার দেহ তল্লাসী করে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
………..
এদিকে, বান্দরবানে ২ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শহরে বাস ষ্টেশন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে দুজন নারী ইয়াবা বহন করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নারী পুলিশের সদস্যরা এ সময় ওই দুজনের শরীর তল্লাশি করে ১৩ প্যাকেট ইয়াবা উদ্ধার করে।

 
																			 
																		






















