ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২০২১ সালের রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ শেষে শপথ গ্রহণ করেছেন সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২০২১ সালের রিক্রুট ব্যাচের সদস্যরা।
সকালে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবীন সৈনিকদের প্রতি আহবান জানান তিনি। কুচকাওয়াজ শেষে ১ হাজার ৫৯৫ জন রিক্রুট সদস্য শপথ গ্রহণ করেন।