ইসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ : রাষ্ট্রপতির কাছে ৪২ নাগরিকের আবেদন
- আপডেট সময় : ০৭:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন ৪২ জন নাগরিক। চিঠিতে সাংবিধানিক এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ তদন্তে বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানানো হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান বিশিষ্ট নাগরিকরা।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব নেয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে।
গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন ৪২ জন নাগরিক।
অভিযোগের শীর্ষে রয়েছে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেয়ার নামে ২ কোটি টাকার মতো আর্থিক অনিয়ম, ইসিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় ৪ কোটি ৮ লাখ টাকার নিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে তিনজন কমিশনারের তিনটি গাড়ি ব্যবহার।
এছারাও ইভিএম ক্রয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বর্তমান কমিশনের অধীনে সিটি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়।
চিঠিতে সাংবিধানিক এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ তদন্তে বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানানো হয়।
এ বিষয়ে জানাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। এ সময় আলোচকরা বলেন, “নির্বাচন কমিশন মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতি বিশ্বসঘাতকতা করেছে। বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। তাদের এখন সরে দাঁড়ানোই ভালো ।
বর্তমান নির্বাচন কমিশন যেভাবে আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছে, যা আগের সব রেকর্ড ভঙ্গ করেছে বলেও জানান আলোচকরা।
আবেদনের পক্ষে ইতিবাচক সাড়া পাবেন বলে আশা প্রকাশ করেন বিশিষ্টজনরা।



















