ইসরায়েলে কেন অস্ত্র রপ্তানি করবে না জার্মানি?

- আপডেট সময় : ০২:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নিল জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এক বিবৃতিতে বলেন, ইসরায়েল যদি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে অস্ত্র ব্যবহার করে, তাহলে বার্লিন আর কোনোভাবেই তাদের কাছে অস্ত্র রপ্তানি করবে না।
ওয়াদেফুল বলেন, “মানবিক আইন ভঙ্গ করে যেকোনো ধরনের সামরিক কার্যক্রমের বিরুদ্ধে জার্মানি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। ইসরায়েলকেও এর বাইরে রাখা হবে না।”
এই বিবৃতির পাশাপাশি চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসও গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “নাগরিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
বিশ্লেষকরা বলছেন, জার্মানির এই অবস্থান দেশটির ঐতিহ্যগত ইসরায়েল সমর্থন নীতিতে এক বড় ধরনের মোড় নির্দেশ করে। বিশেষ করে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশের এমন বক্তব্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলবে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিনিয়ত বাড়ছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলোর মতে, যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।