ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলর হামলা,অর্ধশত নিহত ও দেড় শতাধিক আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ২৩৩২ বার পড়া হয়েছে
আবারও ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত অর্ধশত নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন।
গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হয় এ হামলা। ইসরায়েলের চালানো এ হামলায় আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। ভয়ানক এ হামলার পর বিভিন্ন স্থলে বড় গর্ত তৈরি হয়েছে ও সেখানকার ভবন মাটির সঙ্গে মিশে গেছে।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধ বিমানগুলো গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে।এই হামলায় একজন শীর্ষ হামাস কমান্ডার নিহত হয়েছেন। পাশাপাশি মাটির নিচে থাকা হামাসের একটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।


























