ইশরাক হোসেনের গাড়িবহর দেখেই ফেরি বন্ধ

- আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ঢাকা থেকে গাড়িবহর নিয়ে বরিশাল যাওয়ার পথে মাওয়া ফেরিঘাটে পুলিশী বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। বৃহস্পতিবার ভোরে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পর সোয়া ১০টার দিকে গাড়িবহর পৌঁছালে পুলিশ বাধা দেয়। সমাবেশ উপলক্ষে বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে পৌঁছেছেন কয়েক হাজার নেতাকর্মী।
বরিশাল যাওয়ার পথে ঢাকার বিএনপির নেতাকর্মীদের আটকে রাখতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের সব ফেরি বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। ফেরি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরাও। ঘাট কর্তৃপক্ষ বলছে, কারিগরি সমস্যার কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিলো ফেরি পারাপার। সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাটে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট অংশে কোন ফেরি রাখা হয়নি। ইচ্ছে করেই সব ফেরি মাদারিপুরের বাংলাবাজার ঘাটে রেখে দেয়া হয়েছে। ঘাটের সব অফিসও তালা বন্ধ ছিলো। বহরে থাকা ২৫টির মতো গাড়ির সবই আটকা পড়ে যায়। বাধ্য হয়ে ট্রলার ও লঞ্চের করে পদ্মা পাড়ি দিতে হয়েছে। সরকারের এমন কর্মকাণ্ড কখনো সুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ হতে পারেনা বলেও মন্তব্য করেন ইশরাক।