ইশরাকের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
দুপুরে ব্রিটিশ হাই কমিশনারের পতাকাবাহী গাড়ি রাজধানীর গোপীবাগের ইশরাকের বাড়ির সামনে এসে পৌঁছায়। তাকে স্বাগত জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রূল কবির খান। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম। বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার সাংবাদিকদের বলেন, অন্যান্য মেয়র প্রার্থীর সঙ্গেও তিনি দেখা করেছেন। এরই অংশ হিসেবে ইশরাকের সঙ্গে দেখা করলেন। তবে ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং সুষ্ঠু নির্বাচন হয়; সেই প্রত্যাশার কথাও জানান তিনি।