ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও কর্মসূচি

- আপডেট সময় : ০৪:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর নগর ভবনের সামনে টানা ১৪ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন তাঁর সমর্থকরা। ইশরাকপন্থী নেতাকর্মীরা জানান, নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত।
আজ সকালেও শতাধিক নেতাকর্মী নগর ভবনের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। তাঁরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানে নগর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক কর্মী অভিযোগ করেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েও আজও মেয়রের পদে দায়িত্ব বুঝে পাননি ইশরাক ভাই। এটা জনগণের রায়ের প্রতি চরম অবহেলা।”
এ বিষয়ে বিএনপির স্থানীয় এক নেতা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। প্রশাসনের উচিত হবে অযথা হয়রানি না করে গণতন্ত্রের পথে ফিরে আসা।”
ইশরাক হোসেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও প্রশাসনিক জটিলতা চলমান রয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।