ইলিয়াস কাঞ্চন উদ্যোক্তা পরিচালক হিসেবে যোগ দিলেন ভিসতা ইলেকট্রনিক্সে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন উদ্যোক্তা পরিচালক হিসেবে যোগ দিলেন ভিসতা ইলেকট্রনিক্সে।
এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষনা দেয়া হয়। গ্রান্ড রিসিপশন টু ইলিয়াস কাঞ্চন র্শীষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসতার চেয়ারম্যান সামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, কোয়ান্টিটি নয় কোয়ালিটির দিকে নজর দিয়ে বাংলাদেশের মার্কেটে কাজ করছে ভিসতা। যার ধারাবাহিতক আগামী দিনেও বজায় রাখবে প্রতিষ্ঠানটি। এমনটাই প্রত্যাশা করেন তিনি।