ইলিশ বাড়লেও জেলেদের ভাগ্যের কোন পরিবর্তন নেই

- আপডেট সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সরকারের বিভিন্ন কর্মসূচীতে ইলিশ বাড়লেও বছরের বেশীরভাগ সময় পরিবার-পরিজন ছেড়ে সাগরে ইলিশ শিকারে থাকা জেলেদের ভাগ্যের কোন পরিবর্তন নেই। অর্থ সংকটে থাকায় ভালো পোশাকও পড়তে পারেন না। এমনকি সরকারের দেয়া সাহায্যও তেমন জোটে না। এ কারনে ইলিশ শিকার বন্ধ থাকলে ধার-দেনা অথবা দিন মজুরী তাদের আয়ের একমাত্র ভরসা। এতসব সমস্যার মাঝেও জাল ভরে ইলিশ উঠলে সবকিছু ভুলে যান। জেলেদের দাবি রেশনিং পদ্ধতিতে সব ধরনের খাবার দেয়ার দাবি।
আগামীকাল সোমবার থেকে সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে জাল ফেলবে জেলেরা। ইলিশ শিকারে ২৩ থেকে ২৫ জনের দল পাড়ি জমাবেন সমুদ্রে। আশা করছেন, ডিম ছেড়ে মা ইলিশ এখন সাগরমুখী। প্রতিবেশীদেশের জেলেদের উৎপাত না থাকলে তাদের ভাগ্যে শিকে ছিঁড়বে।ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়ে বার্মা, থাইল্যান্ড ও ভারতীয় জেলেরা ইলিশ শিকারে বাংলাদেশ সমুদ্রসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ স্থানীয় জেলেদের। সাগরে থাকাকালীন সময়ে জেলেদের দুশ্চিন্তা পরিবার নিয়ে। এসময় খাদ্য সংকটে ভোগেন বেশিরভাগ জেলে পরিবার। এসময় পরিবারকে খাদ্য সহায়তা দিতে সরকারের প্রতি অনুরোধ তাদের।
সরকারের বিভিন্ন কর্মসূচি সফলতা পাচ্ছে বলে জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। বলেন, এ কারণে উৎপাদন প্রতি বছর বাড়ছে, মৌসুম ছাড়াও বাজারে মিলছে ইলিশ।জাটকা রক্ষায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করতে উপকূলীয় অঞ্চল প্রশাসনের প্রত্যেকটি বিভাগ মাঠে সক্রিয় থাকবে বলে দাবি কর্মকর্তাদের।