ইলিশের বর্তমান বাজার মূল্য স্বাভাবিক : শ ম রেজাউল করিম

- আপডেট সময় : ০৯:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ইলিশের বর্তমান বাজার মূল্য স্বাভাবিক বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় মা ইলিশ সংরক্ষণে প্রধান প্রজনন মৌসুমকে কেন্দ্র করে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় সর্ম্পূণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আইন অমান্যকারীকে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রাখা হয়েছে। মন্ত্রী আরো জানান, চলতি বছর ইলিশ রপ্তানি করে ১৪১ কোটি ৬৪ লাখ টাকা আয় হয়েছে। তবে দেশের চাহিদা মেটাতে আগামীতে আর নতুন করে কোনো দেশে ইলিশ রফতানি হবে না বলে জানান তিনি। ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময়ে জেলেদের প্রতি পরিবারে ভিজিএফের আওতায় ২৫ কেজি করে চাল দেয়া হবে বলেও জানান শ ম রেজাউল করিম।