ইরান থেকে উড্ডয়নের পর ইউক্রেইনের বিমান বিধ্বস্ত হয়ে ১৮০ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ইরান থেকে উড্ডয়নের পর ইউক্রেইনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮০ জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করে বিমানটি। উড্ডয়নের পরপরই ইউক্রেন এয়ারলাইন্সের প্লেনটি বিধ্বস্ত হয়। এসময় বিমানটিতে ১৭০ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিল। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় বোয়িং-737 বিমান বিধ্বস্তের জেরে গেলো মাসে এই মডেলের বিমান নির্মাণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বোয়িং। এরই মধ্যে নতুন করে এই দুর্ঘটনায় আবারও বড় ধাক্কা খেল কোম্পানিটি।