ইরান-ইসরায়েল সংঘাত এখন তুঙ্গে

- আপডেট সময় : ০৩:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১৬৭০ বার পড়া হয়েছে
পাল্টাপাল্টি হামলায় ইরান-ইসরায়েল সংঘাত এখন তুঙ্গে। সকালে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। বুধবার রাতেও ইসরাইলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে। এতে ক্ষয়ক্ষতিরও দাবি করেছে তেহরান। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীও।
এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরাইল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে ইসরাইল। নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইসরাইলে এ পর্যন্ত ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে ইরান। বুধবার জাতির উদ্দেশে এক ভিডিও বার্তায়, ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে আয়াতুল্লাহ খামেনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ‘ভুল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ইসরাইলের হামলায় যোগ দেবেন কি না, তা নিয়েও প্রশ্ন জিইয়ে রাখেন ট্রাম্প। জানান, ইরানে হামলায় অংশ নেয়া প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।