ইরানের প্রেসিডেন্ট হলেন মাসুদ পেজেশকিয়ান

- আপডেট সময় : ০৪:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ১৮৬৯ বার পড়া হয়েছে
কট্টরপন্থী রক্ষণশীল নেতা সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে ৩ কোটিরও বেশি ভোট গণনা করা হয়েছে। এরমধ্যে পেজেশকিয়ান পেয়েছেন এক কোট ৬০ লাখ ভোট। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইদ জালিলি পেয়েছেন এক কোটি ৩০ লাখেরও বেশি ভোট। ফলাফলের ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ায় দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। এর আগে গত ২৮শে জুন ৪২ দশমকি ৫ শতাংশ ভোট নিয়ে চমক দেখিয়েছিলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। আর ৩৮ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থঅনে ছিলেন কট্টরপন্থী রক্ষণশীল নেতা সাইদ জালিলি। তবে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট অর্জন করতে পারেনি। ফলে দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে গড়ায়।