ইরানের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ইরানের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এর আগে তেহরান সময় রাত ১২টায় ভোটগ্রহণ শেষ হয়।
এবারের নির্বাচনে মোট সাত হাজার ১৫৭ জন প্রার্থী ২৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা পাঁচ কোটি ৭৯ লাখ ১৮ হাজার। বিজয়ী প্রার্থীকে প্রদত্ত ভোটের শতকরা অন্তত ২০ ভাগ ভোট পেতে হবে। নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানি– সরকারপন্থী ‘লিস্ট অব হোপ’ তালিকার এমপি প্রার্থীদের সমর্থন দিয়েছেন। অন্যদিকে রক্ষণশীলপন্থী এমপি প্রার্থীদের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম আলী হাদাদ আদেল।