ইমরান খানের বিরুদ্ধে শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টে তোলা হবে অনাস্থা প্রস্তাব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে শুক্রবার দেশটির পার্লামেন্টে তোলা হবে অনাস্থা প্রস্তাব। এই পরিস্থিতিতে বুধবার পদত্যাগ নিয়ে ইমরান খান বলেন, যাই ঘটুক না কেন, পদত্যাগ করবেন না তিনি।
এসময় তার দল তেহরিক-ই-ইনসাফের জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করেন ইমরান খান। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তানের নির্বাচনী বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনের সময় সংশ্লিষ্ট জেলায় যেতে পারেন না। তবে, তিনি সেই নিষেধাজ্ঞা অমান্য করে পরদিনই সোয়াতে হাজির হন।