ইভ্যালির দুর্নীতি তদন্তে এবার মাঠে নামলো দুদক

- আপডেট সময় : ০৮:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
অনলাইন মার্কেট প্লেস- ইভ্যালির দুর্নীতি তদন্তে এবার মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। অর্থপাচারের খোঁজে বৃহস্পতিবার দুই সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে সংস্থাটি। দেশে এবং দেশের বাইরে অর্থপাচারের অনুসন্ধান করবে এ টিম। তদন্তের প্রয়োজনে শিগগিরই বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানেও চিঠি পাঠাবে দুদক।
ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান- ইভ্যালি। এই প্রতিষ্ঠানটি নিয়ে অনেক দিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। প্রতিষ্ঠার পর থেকে গ্রাহকের সাথে প্রতারণাসহ নানা অভিযোগ উঠে ইভ্যালির বিরুদ্ধে।
প্রতারণা এবং অর্থ পাচার নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও সিআইডি। এবার অর্থপাচার তদন্তে নামলো দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুই সদস্যের টিমও গঠন করে দুদক।
দুদক অভিযোগে বলছে, মাত্র পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ২০১৮ সালের ডিসেম্বরে ৫০ হাজার টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যবসা শুর করে ইভ্যালি। বর্তমানে পরিশোধিত মূলধন এক কোটি টাকা হলেও তাদের মাসিক লেন-দেন প্রায় ৩শ কোটি টাকা
দুদক আরো জানায়, ভোক্তা অধিকার ইভ্যালির বিরুদ্ধে পড়া অভিযোগ যাচাই করে প্রতিষ্ঠানটির ভেলকিভাজির ১৪টি খাত চিহ্নিত করে। প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করা এবং টাকা ফেরত না দেয়ার অভিযোগও রয়েছে। এছাড়া এক পণ্যের জন্য টাকা নিয়ে কমদামি আরেক পণ্য দেয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ ব্যাংক থেকে ইতোমধ্যে ইভ্যালির নানা অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ জমা পেড়েছে বলে জানায় দুর্নীতি দমন কমিশন।