ইভিএম মেশিনের প্রিন্টেড রেজাল্ট আদালতে দিতে পারেনি নির্বাচন কমিশন: ডা. শাহাদাত হোসেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি ও ফলাফল পাল্টে দেয়া হয়েছিল। এ জন্য গত ছ’মাসেও আদালতে ইভিএম মেশিনের প্রিন্টেড রেজাল্ট নির্বাচন কমিশন দিতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
সকালে চট্টগ্রামের ১ম যুগ্ম জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে নিজের করা মামলার শুনানি শেষে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পর, ২৪ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে ভোট ডাকাতি ও ফলাফল বদলে দেয়ার অভিযোগ এনে আদালতে মামলা করেন ডা. শাহাদাত। একই সঙ্গে ইভিএম মেশিনের প্রিন্টেড রেজাল্টশিট আদালতের মাধ্যমে যাচাই-বাছাইয়ের আবেদনও জানান তিনি। কিন্তু ছ’মাসেও ইভিএমের প্রিন্টেড কপি আদালতে জমা না দেয়ায় ক্ষোভ জানান তিনি।