ইভিএম নিয়ে অভিযোগ প্রমাণ করতে পারলে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ব্যবহার করা হবে না

- আপডেট সময় : ০৯:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ইভিএম-এ একজনের ভোট আরেকজনের দিতে পারে– এরকম অভিযোগ প্রমাণ করতে পারলে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এটা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কমিশনার আরো বলেন, নির্বাচনকে ঘিরে অনেকের মৃত্যু হয়েছে। নির্বাচনী সহিংসতা ঠেকাতে সবার সহযোগিতা চান তিনি। ইভিএমে এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় পড়ে– এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, সবচেয়ে ভালো এক্সপার্ট নিয়ে আসেন। যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে ১৬ জানুয়ারি ইভিএম ব্যবহার করা হবে না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানসহ অনেকে।