ইন্দোনেশিয়ায় বাস গিরিখাতে পড়ে অন্তত ২৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত আরো ১৩ জন।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে যাত্রীবাহী বাসটি ইন্দোনেশিয়ায় সুমাত্রা প্রদেশের পাগারালাম শহরের ডেম্পো তেনাগ জেলার দিকে যাচ্ছিল। এসময় দুর্ঘটনা কবলে পড়ে বাসটি।ওই দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ১৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এরইমধ্যে এঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






















