ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
এএইচএফ কাপে অংশ নিতে রাতে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল। রাত ১১টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে লাল- সবুজ দলের।
সবশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে রক্ষণ সামলিয়ে প্রতি-আক্রমণ নির্ভর হকি খেলেছিলো বাংলাদেশ। আসন্ন এএইচএফ কাপে নতুন পরিকল্পনা সাজিয়েছে লাল-সবুজের দল। আক্রমণাত্মক খেলার লক্ষ্যে এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ১১ থেকে ২০ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট। দশ দলের এই টুর্নামেন্টে ভাল করতে পারলে সুযোগ মিলবে এশিয়ান গেমস ও এশিয়ান কাপে। সেরা পাঁচে থাকতে পারলে এশিয়ান গেমস ও সেরা তিনের মধ্যে থাকলে এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া।










